নীরবতার আনন্দ চিরন্তন।
মানবগন ভাবছে এটা আচরণগত কারণ।
নারীর অন্তর্নিহিত শক্তি স্বআচরনেই অপেক্ষা করছে।
শেষ পর্যন্ত তাদের সবাইকে লড়াইয়ে জিততেই হবে।
চুপ করে থাকলেই ভালো হবে।
নইলে কবি হও অবশ্যই মান পাবে।
সারা বিশ্ব ‘মহাকালী’ থেকে শক্তি পাচ্ছে।
আবার হিন্দু পুরাণ একে "নারী" শক্তি বলে দিচ্ছে।
উপনিষধের যুগ থেকে সাধুরা নারীদের পান ভয়।
এইজন্যই ওনাদের এর প্রতি বিশ্বস্ত হওয়ার জন্য কথা কয়।