বসে আছি নোনা জলের ইছামতীর উঁচু পাড়ে।
রূমি বলল দেখেছ ও পাড় টা বাংলাদেশে পড়ে।
সরু ছিপ নৌকায় এক জনমাত্র মাঝি আশার জাল বুনছে।
আমাদের চোখও সস্তায় মাছের লোভে ঘড়ির ঘোরা গুনছে।
আষাঢ়ের মেঘের খুব রাগ হল আমাদের লোভে।
ও চাইছে মাঝির বৌ বাচ্চাদের আজ পেট ভরাতে।