টিচার্সডে তে সবাই দিচ্ছে নানান পোষ্টের বাহার।
মা ই আমাদের সবার বড় টিচার তাঁর নেই জবাব।
ছোট্ট থেকে সবকিছু শেখা তাঁরই হাতটি ধরে।
বড় হয়ে অন্য টিচার মা ই জোগাড় করে।
টিচাররা জেনো সব থেকে দামি হীরার হীরা তাঁরা।
মাংস পিণ্ড থেকে প্রকৃত মানুষ বানান ওনারা ছাড়া কারা?
আসুন সবে টিচারস্ ডে তে এবার করি পণ।
সবে মিলে মাথায় তুলে রাখব তাঁদের আমরণ।