দেদার ভালো খেয়ে মোলো।
খানিক ভালো বেঁচে থেকো।
কম ভালো সুস্থ বেঁচো।
বুঝে খেয়ো আনন্দে থেকো।
পেটের একের তিন ভাগ ফাঁকা রাখো।
ক্ষিদে না পেলে শুধু তরল পিয়ো।
খাওয়ার জন্য না বেঁচে।
বাঁচার খাওয়া শুরু কর।
দাদা বা ভাই যাই ভাবো।
আমি কিন্তু বন্ধু মেনো।