গাইতে পারছিনা আর জীবনের জয় গান।
কোরান,গীতা,বাইবেল, সবার শুধু বুকসেল্ফেই স্থান।

পড়তাম একদা দিয়ে মন প্রাণ।
এখন বয়স কাড়ছে একাগ্রতার দান।

মনে আছ,সবেতেই শুধু ভালোবাসার কথা।
কোথাও দেখিনি ঘৃণার কোন গাথা।

পুরো বিশ্ববাসী যদি হতে পারত ভাই বোন।
বা প্রীয় অথবা প্রীয়া, কিম্বা মা বা বাবা, বা আপনজন।

তাহলে লাগতো না সৈন্যদল বা কামানের কোলাহল।
পুরো জড় ও প্রণীজগত হইত সদা আনন্দময়ের দল।

এসো আজ করি সকলে প্রতিজ্ঞা।
এই ছোট্ট জীবনে অন্তত একজনেরে বাঁচাই আশা।