ঐ দূরে, যত দূর দৃষ্টি যায়,
তাকিয়ে থাকি,নাদেখা কে যদি দেখা যায়।
মাঝখানে ঘোলা নদিটা খুবই দুষ্টু মনে হয়।
বুকের উপর দিয়ে যে বড় বোট যেতে দেয়।
তুই নদী হয়ে অত ভারী বোট কেন বুকে চড়াবি?
সমাজকাঠামোয় থাকিস,একটু লজ্জা তো দেখাবি?
সন্ধ্যা হয়ে এল,ওপারের মন্দিরের আরতি শুরু করল।
এপারে আগেই কাঁসর ঘন্টা চালু, কার কি এল গেল?
এক ভুগোলবিদ বলল,এপার টা একটু পুর্বে তাই আগে।
ঘড়ি মনে মনে হাঁসে, তালে আমায় সৃষ্টি করলি কেনে?