পৃথিবী আর চাঁদ কি কখনো আলাদা হবে?
মনে রেখো চাঁদ পৃথিবীর অঙ্গের সন্তান বটে।

মা তার সন্তানেরে কখনো কি ছাড়তে পারে?
তিল তিল করে নিজের দেহ দিয়ে সে তৈরী করে।

একই সূর্যের চারিদিকে ঘুরে চলেছে সেই কবে থেকে।
সূর্যের অপার টানের চোটে চাইলেও ওরা পারবে না আলাদা হতে।

সোনার বাংলা আর ভারত যে সেই একই ভাবে আছে।
কোন শয়তানি শক্তিই তাই পারবে না আলাদা করতে।