সবুজ মাঠের ঘাসের ফুল।
যেন মায়ের কানে সোনার দুল।

চারি ধারে ইউক্যালিপটাসের গাছ।
ঠিক যেন মায়ের গলার সোনার হার।

দক্ষিণের ঐ দুই পাম ট্রির সুঢৌল কান্ড।
মায়ের পায়ের কাপড় জড়ানো দেখার আনন্দ।

বিকেলের ঐ সুন্দর উজ্জ্বল চাঁদ।
মায়ের কপালে টিপের ছাঁচ।