তোমাদের মিথ্যা কথায় আজ ইতিহাস বিকৃত।
তোমরা ক্ষমতার লোভে আজ নিজ নিজ মস্তিষ্ক বিকৃত।
আজ হাতে তোমাদের দাঁড়িাল্লা দেশ বেচে উচ্ছসিত।
একবার হোলেও ভাবো কত শ্রমে দেশ হয়েছিল বিকশিত।
মূর্খের দেওয়া আশার ক্ষভতায় বদলাতে চাও ইতিহাস।
এখনো প্রকৃতি বেঁচে আছে সবাইকে দেখছে ভাবছো পরিহাস।
আমি বসে শুধু ইতিহাস খুঁজছি খুঁজছি আর খুঁজছি।
জানি না তোমরা সত্যের ইতিহাস কত গভীরে পুঁতছিস।