আজ শনিবারের বারবেলায় একি হলো?
আমাদের সকলের বাপি দার শ্রাদ্ধের কাজে খেতে হলো।

মনটা ভারাক্রান্ত তা হলেও খেতে হলো।
বৌদির আর কেউ রইল না সব ফাঁকা হলো।

মেয়ে সোনামনির বিয়ের পর ছেলে নিয়ে শ্বশুরবাড়িতে থাকা।
মা বাবা কে ছেড়ে সে আর রোজ আসতে পারবে না।

বৌদি এখন এ সংসারে একদম একা।
মেয়ে নাতি জামাই সব থেকেও একা।

এ এক অদ্ভুত নিয়ম শ্রাদ্ধে খাওয়াতে হবে।
কবে যে লোকে এর থেকে বেরোতে পারবে।