,,,,,,,,,,,,,,,,,,,,,,রমলা ফিরে এলো,,,,,,,,,,
তখন জোনাকীরাও আলো বন্ধ কোরেছে।
নিশব্দ রাতে চাঁদেরও অভিমান হোয়েছে।
কৃত্তিম বৈদ্যুতিক আলোরা নেভানো রয়েছে।
হঠাৎই দরজায় মৃদু টোকা, একি রমলা তুই এলি কি করে?
গত শনিবার আ-আমি তো নিজে তোকে দাহ করে.......?
চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা,রমলা তখনও দাঁড়িয়ে।
শেষে আনন্দ ভয়কে জয় করলো মোর।
পুরোনো ধুলোমাখা কেদারা এগিয়েছি,"বোস"।
শুধু একটি কথাই হল,ও বললো মরিনি এখনো।
বাহিরে তাকিয়ে দেখি তখনই সকাল হোলো।