অন্যের প্রতিভার ফল যদি নিজে নাও।
মনের শান্তি যোমের দুয়ারে তুমি দাও।
পরিহাস করা কর পরিহার।
সুগম হবে তোমার সর্গদ্বার।
নিজে কর মিথ্যাচার অন্যকে দোষারোপ।
জানবে অজ্ঞাতে বাড়ছে মানুষের ক্ষোভ।
অহংকারে ভর্তি তোমার মন জানো ঠিকই মনে।
আকাঙ্ক্ষার বিষবাষ্প তুলিছে ঝড় ক্ষণে ক্ষণে।
তোমারে চিনেছিলেম ঠিকই মম কর্ম জীবনে।
জ্ঞানপাপী তুমি পদমর্যাদার লাগি অতলে গেছিলে।