আজ বিকেলের নীলে, তোমার দেখা পেলাম।
আঁচল উড়িয়ে মেঘের উপর,রামধনুকের সঙ্গে গেলাম।
হাওয়ায় হাওয়ায় এলোথেলো কেশ, ওটা সুউচ্চ সুপারি গাছের শেষ।
স্নিগ্ধ সাদা সূর্যিমামা,বিকেল বেলা লাগছে বেশ।
শিবের ধনুক হাতে তুলে, রামচন্দ্র তোলেন ধরে।
সীতা মাকে সাথে নিতে,ঐ ধনুকের গান্ডিব গেঁথে।
ভালোবাসার তীরটি টেনে দিলেন ছেড়ে মর্তে আজি।
এসো মোরা সবে মিলে ঐ সাত রঙেতে আরির খেলি।