আমি ভুলে গেছি বাচ্চা হত্যা।
সঙ্জয় আর তির্থঙ্কর ছিল যেন কারা?

আমি ভুলে গেছি কত শত হাসরথ।
আমি সব ভুলেমেরে গুলে খেয়ে দশরথ।

আমি প্রতিমাসে তুলি লক্ষীভান্ডারের টাকা।
কন্যাশ্রী,মৌলবি ও কত শত বৃদ্ধ ভাতা।

বেকারত্বে আমি হয়েগেছি অভ্যস্থ।
ওরা বলেছে বলে এখন মোমবাতি হাতে কেতাদুরস্ত।

আমি আলুওয়ার কাছে চাই রসোগোল্লা।
সিবিআই কেন্দ্রীয় জেনেও রাজ্য কে বলি দেরী হচ্ছে কেনো তুই জানা।

আমি জানিইনা "আর জী কর" কোথায়।
সেটা কি খায় না মাথায় দেয়?

কিন্তু ওরা বোলেছে তাই দৌড়াচ্ছি।
জানি না নিজেই কি সত্যি করে চাই?

এ যেন এক জেরক্স মেশিনের কারবার।
ওরা ছুটছে তাই বোধহয় আমারো ছোটা দরকার।