,,,,,,,,জলের কোটা,,,,,,,,,,
সবুজ পাতার ছোট্ট গাছ,
ডাকছে তোদের দিচ্ছে ডাক।
শেকড়গুলো শুকিয়ে গেল।
একটুও জল দিসনে কেন?
মাটির তলার জলগুলো সব,
নিচ্ছে তুলে হেলায় ফ্লাটের "মব"।
এরম ভাবে চললে পরে,
"গ্রাউন্ড ওয়াটার" লুপ্ত হবে।
জানিস তোরা একদিনের জলের কোটা?
একশত পঁয়ত্রিশ লিটার প্রতি মানুষ এটা।
ভেবে দেখ তোর কাণ্ডকারখানা,
এর পরও বলিস আমি ওমুক একখানা।