আজ একটি সহজ কথা করি বর্ণন।
মোন দিয়ে আপনাদের শুনতে হবে,শুনুন।

স্ট্রোক হয়েছে এটা বুঝবেন কি ভাবে?
জানাটা কিন্তু ভীষণ জরুরী প্রাণ বাঁচানোর তরে।

যদি তোমরা নিতে পারো গোল্ডেন আওয়ারের মধ্যে।
90 শতাংশ বাঁচার চান্স নিশ্চিতরূপে পাবে।

এই গোল্ডেন আওয়ার তিন ঘন্টা সর্বদা মনে রেখো।
কি করে স্ট্রোক নিশ্চিত মন দিয়ে শেখো।

(জীবনদায়ী ফর্মুলা টা "এস  টি   আর"।
এস মানে Smilling বা হাঁসি।
টি মানে talking বা কথা বলা।
আর মানে raise বা উঁচু করা।)

স্ট্রোক সন্দেহ হলে নিজেই "এস  টি  আর" পরীক্ষা কর।
রোগীকে হাঁসতে,কথা বলতে,হাত উঁচু করতে বল।

যদি যে কোনটিতে হয় সমস্যা নিশ্চিতরূপে স্ট্রোক বুঝো।
সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে চল।

সামান্য এই তথ্য বাঁচতে পারে হাজার প্রাণ।
আমি জানি কবিতা খারাপ কিন্তু পাকনা মনে স্থান।