,,,,,,,,,,,,,,,,দামহীন অভিজ্ঞতা আজ,,,,,,,,,,

সবুজ উদ্ভিদ সমারোহের মধ্যে দিয়ে লাল মেঠো পথ।
ওপাশে বিলধারে জেলেদের মাছ ধরার পাঠ।

হেলে পড়া বুড়ো খেজুরের দাঁড়িয়ে থাকার আপ্রাণ চেষ্টা।
আবেদিন আলি আজও টাঙিয়ে রাখে মেঠো হাঁড়ী, সঙ্গী মোদো কেষ্টা।

পাট পাতা ফলিডল খেয়েও,শুখে হাওয়ায় দুলছে।
কারণ সাগ কাটুনি দের হিম্মত হবে না, খাওয়ার জন্য তুলতে।

রাস্তা শেষ হলে দুধারে, দিবাতেও নিশিসম বাঁস বন।
দিনেও সেথা শিয়াল ডাকে, শুখে আনন্দে মাতিছে মন।

রিটায়ার্ড চন্দন বাবু আজও বিল ধারে বসে, সাজিয়ে রাখে বইয়ের ইনডেক্সে নংবারিং।
অযোগ্য লাইব্ররিয়ন অমুল্য পুস্তক রাখে ড্যাম্প ঘড়ে উদ্যেশ্য ডেমেজিং।

অন্ধরা আলোকেও দেখে কালো,অভিজ্ঞতা যে ওদের কাছে কর্কট সম যন্ত্রণার।
কি জানি আগামী প্রজন্ম কি শিকার মনুষ্যত্ব হীনতার?