,,,,,,,,,,প্রতিহিংসার নকলগড়,,,,,,,,,,

চলো যাই সবে অন্ধকারে দলবেঁধে।
আলো জ্বালি মোরা সেথায় গিয়ে।

হোথা সবে অন্ধকারেও চোখ বেঁধে।
যেন এক বিন্দু আলো না ঢোকে চোখে।

ওরা অন্ধকারে জমিয়ে করছে চুরি।
চলো সবাই মিলে অন্ধকার কাটি দিয়ে আলোক ছুরি।

ওরা নিজে সবটাই  পচা উলের কম্বল।
বাছতে গেলে তুমিই নিঃস্ব করবে সর্ব সম্বল।

ওরা নাকি করবে সবার বিকাশ।
সর্বদা ওদের প্রতিহিংসার নিশ্বাস।

কাবা থেকে কাশি,জেরুজালেম থেকে অমৃতসর,
এস সমবেত হও আমাদের ভাঙতেই হবে নকলগড়।