জ্ঞান আর প্রজ্ঞা দুটি ভিন্ন বিন্দু।
বই ও গুরু জ্ঞান দাতা,প্রজ্ঞা পাবে না কিন্তু।

জ্ঞান এর সাথে অভিজ্ঞতা মিলিয়ে হয় প্রজ্ঞা।
শুধু জ্ঞান তোমাদের ভাবাতে পারে সবজান্তা।

প্রজ্ঞা লাভ হলেই হবে জীবনের মানে জানা।
জ্ঞানী হয়ে ভিখ মাগবে, চাকরি একটা দে না।

আহার গ্রহণ করা ,প্রাণের অনিবার্য।
তাই বলে প্রজ্ঞা লাভ না করা, নয় যথার্থ ।

(আমার মামা শ্রী তপন ভট্টাচার্য মহাশয়ের অনুপ্রেরণায়)

সুবোধ কুমার ভট্টাচার্য্য
30.8.2021
বৈকাল 4.03
সোমবার