তোমরা তো আমার চাষও অপরাধ বলো।
আমার বীজ শুকিয়ে দিব্য প্রচন্ড দাম দিয়ে কেনো।
আমার ফলের আঠাটাও ছাড়ো না,দামি ঔষধ বানাও।
আমার সবকিছু এত দাম দিয়ে খাও, তবে গাছ কেনো পোড়াও?
যদি আমার চাষ করা অপরাধ,
তবে আমার বীজে কেনো নেই অপবাদ ?
রোদে লু লাগলে বা কোষ্ঠকাঠিন্যে বা অনিদ্রায়,
ওপিয়াম বা আমারই আর এক নাম সবে বাঁচায়।
আগে বাবুরা রাতে দুধে গুলে খেত মোর আঠা।
এখন শুধু মোর শুকনো বীজ কেজি আঢ়াই হাজার টাকা।
এখনো মুদির দোকানে পাচ্ছো আমায়।
আগামীতে আমায় পেতে পারো সেকরাখানায়।