আমি থাকবনা যখন ওরা একই রকম নাচবে।
লেজ উঁচু নিচু করা দোয়েলগুলো তখনো থাকবে।
কিছুই থেমে থাকবে না এই পৃথিবীতে।
সবই আনন্দে আগের মতই চলবে।
তবু মানবের মৃত্যুতে এত ভয় কেন দিলে?
যখন যৌবন এর মত এই দেহও চলে যাবে?
এই ভয়ের রহস্য কেউ মোরে দিতে পারো দিও।
আমি অপেক্ষায় রইলাম যদি সম্ভব হয় দেহ থাকতে দিও।