মাথার পেছনে ছোট্ট গ্রন্থি।
থালামাস ; হাইপোথালামাস আর পিটুইটারি।
ব্রহ্মাণ্ড যদি হয় দেহ, নারায়ন তার প্রাণ যেন।
সেইরূপ ঐ গ্রন্থিত্রয়, মোদের দেহে ভগবান মেন।
হরমোন নিঃস্বরন দিয়ে, কাজ চালায় সর্বাঙ্গে।
স্নায়ুতন্ত্র পরিবাহী সম, নির্দেশ বহে তব সর্ব অঙ্গে।
প্রয়োজনে খুঁজে এনে, ঈন্দ্রিয়ের ইশারা বিশ্লেষণ করে।
এই ভাবেই চোখের ছবি, স্মৃতির সাথে তুলনা করে।
যদি অঙ্গে না থাকে, ঐ স্মৃতির ভাণ্ডার,
লোপ পাবে, চোখের, বস্তু চেনার অধিকার।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পরিচালন করে সমস্ত কাণ্ড।
নিজের শরীর যদি নিজে না চিনি, হতে হবে অপগণ্ড।