শুনলুম আমি উল্টো প্রদেশ গিয়ে।
ব্যবসা করা নাকি ওর জন্ম থেকে।
গবু দাদা মিশর গিয়ে।
বালি বেচেন মন দিয়ে।
সমুদের এক নাবিক কে. কে.।
মন দিয়ে নোনা জল জাহাজে বেচে।
গঙ্গা পারের এক ভুটভুটি।
মদন বলে গঙ্গা জল বেচি।
পাথুরে দেশের উত্তরাখণ্ডে।
পাথর বেচে রামু তীর্থযাত্রীজনে।
হাজার কামড়ার এক বিশাল ঘরে।
ফকির এক দেশ সেবক থাকে।