,,,,,,,,,,,প্যাথেটিক জামাই ষষ্ঠী,,,,,,,,,,,,,,,,,,,
আয় জামাই আয়, করে যা পকেট ফাঁকা।
তোদের জন্য শ্বশুর বসে, শ্বাশুড়ি নাড়ছে হাত পাখা।
খিস্তি দিচ্ছে শ্বাশুড়ির বৌমা, না পেরে যেতে বাপের ঘর।
মায়ের ব্যাটা গাছ পাঁঠা,থাকছে সেজে ন্যাকা বর।
বৌমাওতো চাইতে পারে, যেতে নিজের বাপের ঘর।
কে বোঝাবে শ্বাশুড়িদের, ওরাও তো নয় তোর পর।
জামাই বাবার দম ফাঠছে,করছে বুকটা দুরু দুরু।
কি দিলে শান্ত হবে, শ্বশুরবাড়ির এই কুরুক্ষেত্রের শুরু?
আজকের দিনের খাওয়ার খরচ জনপ্রতি প্রায় পাঁচশত টাকা।
কি ভাবে যে জোগাড় হবে বাকি দিনগুলোতে বেঁচে থাকা?