শুয়োর খেলে মুসলমানেদের না।
মাছ মাংস দক্ষিণের ব্রাহ্মণদের না।
গরু খাওয়া মহা পাপ।
তবে কাটতে দেয় কেন সবার বাপ?
আসলে গাছপালাদেরও প্রাণ আছে।
ভুলে বলে ফেলেন জগদীশ বাবু সবাইকে।
চাল ডাল সরষে পারসে যা খাবে প্রাণ আছে।
ঘুষ খাওয়া তে পাপ নেই?ওর তো প্রাণই গেছে।
দিদিমার সেই তস্য নাতনি বিদেশ গিয়ে বার্গার খাই নি?
ওর ভেতরে শুধু গোমাতা আর শুয়োরাণী এটা হয়েছে জানাজানি।
বাইরে সব খোলামেলা "ঐ ওয়াস" দিয়ে ভেতর ধোয়া।
জল পড়লেই সব হনু মন্ডল,দুদিনের যোগীর কাঁছা খোলা।
ভীতর থেকে সেই পরম সুন্দরী।
যারা কখনো খোলে না "পি এম পিসি"র ঝুড়ি।