ঝড় আগেও এসেছিল,ভবিষ্যতেও আসবে।
দুঃখ সর্বদা আছে এবং থাকবে।
সুখ আনন্দের, তাই ক্ষণিকের মনে হয়।
শান্তি থেকেও নেই,কারোর দোষ না ধরলেই হয়।
মোক্ষো অতিব কঠিন,কষ্ট করে লাভ হয়।
ঈর্শা ভীষণ সহজ,বিনা চেষ্টায় সবাই পায়।
পরশ্রীকাতরতা, এক জন্মগত ত্রুটিবিচ্যুতি।
পিতা মাতার তুল্যনিন্দ্যা, করে ইহার সৃষ্টি।
সভ্যতার অভ্যাস দিতে পারে, একমাত্র মাতা।
পিতার সহোযোগিতাও, ভোলার নয়, সত্য এ কথা।
পোশাকের রুচিশীলা, সেও সেখায়, প্রথম মাতা।
বুদ্ধিহীন একান্নবর্তীর সদস্যরা, সেথায় দেয় বাঁধা।
পিতার সহায়তা চিনতে শেখায়, কর্কশ বাহিরের সত্য।
পুরুষের আদর্শিক ব্যবহার, পিতাই গাঁথে মনে সর্বোচ্চ।