সে এসেছিল শুধুই আমার কাছে।
কারণ ও যে আমার মা আমার কাছে।
ও আমার মাটি হাওয়া আর জল/পানি
সেই কবে থেকে সব গ্রহন করছি ফ্রী।
ও এল হিসাব চাইতে।
বলেছিল এ ভাবে তাকে শেষ না করতে।
ওর কথা "প্রয়োজনে কর শুধু ব্যবহার "।
শীঘ্র বন্ধ কর অপচয় আর অপ ব্যবহার।