এক গোস্পদ জল আনিতে পারে প্রলয়।
এক ঘন মিলি পারমাণবিক শক্তি করে ক্ষণে অবক্ষয়।
এক মন দিয়ে ডাকলে সর্বশক্তিমান আসে নেমে।
একটি মাত্র কলম এক বিশাল সাম্রাজ্য ধংসে নিমেষে।
একটি মিথ্যাচার করে সব পূণ্যের সমাপ্তি।
তাই সবে চল আজি হতে টানি মিথ্যাচারের ইতি।