##### এক সহজ পথ   ######

দেহ থেকে মন বড়, মন থেকে বুদ্ধি।
বুদ্ধি থেকে আত্মা বড়, যার হয় না সৃষ্টি।

বিনাশ তাঁর নেই জেনো, আসলে সে শক্তি।
যে শক্তি সৃষ্টি করে সব জড়, প্রাণ আর মুক্তি।

রাস্তা আছে দুই টি জেনো, কর্ম আর জ্ঞান।
দুটোতেই পাবে তুমি, অনন্ত মুক্তির সন্ধান।

কর্মযোগ বা জ্ঞানযোগ, যে কোনো একটি ছাবো।
নামহীন কর্ম কিন্তু ভাইটির মধ্যে সোজা জেনো।

জ্ঞান আহরণ তখনই শ্রেষ্ঠ যদি না থাকে অহং ছল।
সব সম্মান নিমেষেই নষ্ট যদি ক্রোধ না হয় জল।

সুবোধ   কুমার    ভট্টাচার্য্য
এই আন সাধু খাঁ এলেন
সাধুখাঁ পাড়া নিরামিষ
ব্যারাকপুর
উত্তর 24 পরগণা
পিন 700120