কেউ কথা রাখে নি।

সবাই গত নববর্ষে বলেছিল
আমার জন্য আগামী বছর খুব ভালো।

কত বন্ধু আমার চলে গেল ছাড়ি করে সব কালো।

কেউ কথা রাখে নি।

সবাই করেছিল আশির্বাদ।
রোগ ভোগ যেন মোর হবে বাদ।

যত দিন যায় দেখি যমরাজ আসিছেন ধেয়ে নাদ।

কেউ কথা রাখে নি।
মুখে বন্ধু বলেও আমায় ভালোবাসেনি।
আবার সময়ে শুভেচ্ছা জানাতেও ছাড়েনি।

কেউ কথা রাখে নি।
আমারে ত্যাগীবার ইচ্ছাতেও।
লোকচক্ষুর অন্তরালে শিষ্টাচার জানাতে ভোলেনি।

কেউ কথা রাখেনি।
তবে আমাকে আবার ভালোবাসা দিতে ছাড়েনি।