গগনে আজ চাঁদ লুকালো।
কেউ ভাবল মেঘেরা এলো।
শিশুরা সব শুতে গেল।
দামরাগুলোর সময় হলো।