বিশাল অন্তহীন জায়গা।
তাতে কিছু জড়বস্তুর থাকা।

সবাই ঘুরছে ঘুরে চলেছে।
আবার একে অপরের থেকে দূরে চলেছে।

কেউ সঠিকভাবে জানে না কবে এর শুরু।
আবার কবে হবে অন্ত এর না জানে গুরু।