কখনো চোখের দৃষ্টি এড়াতে লাগে বড় কাপড় খন্ড।
কিন্ত সামান্য আঙ্গুলের অংশ করতে পারে দৃষ্টি রুদ্ধ।

সেই রূপ সামান্য ক্রোধ জন্ম দিতে পারে বৃহত্তম ধংসের।
আবার এক চিলতে ভালোবাসার আলোক করিতে পারে শুরুয়াত বন্ধুত্বের।

সামান্যই রাগ লালন করে অকাল মৃত্যুর কারণ।
তাইতো ধর্মমতে সামান্য কারণে রাগ করা বারন।