কেউ কারো নয়।
এ জীবনে কেউ কারো নয়।

কখনো মনে হয় কেউ কারো হয়।
আসলে এখানে কেউ কারো নয়।

ভালো সময় অনেক খুঁজে পাবে আপনজন।
কঠিন সময়ে দেখবে মুখোশ খোলা মানুষজন।

এ থিয়োরী সত্য পাবে দেশের গন্ডি পেরিয়ে বিদেশ।
কখনো এই ধরাধামে সত্যি করে কখনো ভেবোনা এ তোমারই মানুষ।