শিলিগুরিতে প্রচুর মাল কামিয়েছ।
আন্দামানে তুমি পুকুরচুরি জমিয়েছ।
বেঁটে মোটা পেট তোমার।
এখন মনে হয় গেড়ুয়া ধরেছ।
গজকচ্ছপের ছিলে সাগরেদ।
উত্তরবাংলাতে জমিয়ে ছিলে বেশ।
মিন মিন করে বলতে কথা।
ভাজা মাছটি উল্টে না খাওয়ার গাথা।
আর্থদিং করলে সাধারণ, টাকা 1.4 লাখে।
মৃত্যু শয্যায় মা কে রেখে গেলুম তথে।
চুরি করে পড়লে না ধরা।
উত্তরপুরুষও ভালো স্টাবলিষ্ট করা।
সামান্য বেনিয়মে ভুগছে অনেকে।
ঈশ্বর তোমাকে মারুক ডুবায়ে।