আকাশ আজ কালো মেঘের টিপ পড়েছে।
সিঁদুর রাঙা কৃঞ্চচূড়ার পাপড়ি যেন টিপ কপালে।
এলোথেলো নারিকেলের পাতাগুলো যেন এলো চুল।
কালবৈশাখীর উন্মাদনা যেন নববিবাহিতের কর্ণদুল।
টলটলে ঝিলের জলে সদ্যস্নাত প্রকৃতির সুঢৌল ছায়া।
যেন বৌভাতের সন্ধ্যায় সদ্য সজ্জিত নববধুর কায়া।
আরশিরূপী সচ্ছ জলরাশির ঐ ঝিল।
আজি দেখাইতেছে প্রকৃতি ও নববধুর মিল।