পৃথিবী সৃষ্টি করেননি কোন এক ভগবান।
এটা এই মহা প্রকৃতির এক আনমনা খেয়াল।
কেউ বলে বিগ-বাঙ কেউ বলে শক্তির ঘনায়ন।
তবে এটা নিশ্চিতরূপে সঠিক এ সবই প্রকৃতির দান।
এই প্রকৃতিই নিজে সৃষ্টে বীজ আপন দেহে।
আবার ঐ বীজ ও নিজেই প্রথিত করে নিজ দেহ ডিম্বাশয়ে।
এই ভাবেই নিজেই পুরুষের বীজ বোনে নিজ দেহে।
সেই ভাবেই বীজ ও প্রকৃতির মিলনে ব্রহ্মাণ্ড বাড়িছে ধীরে।