শুনছি সবাই সস্তার খাটের অর্ডার দিচ্ছে।
ওদিকে নিকট আত্মীয়রা আমার পেনশন বুক খুঁজছে।
ঐ তো ক্লাবের চ্যাংড়াগুলো সব গেঙ্জি গায়ে এসে গেছে।
ওদের কারোর সম্পত্তিতে নেই নজর,চায়শুধু শ্মশান বন্ধুর কদর।
কেউ যেন দা আর দড়ি আনতে বলল।
কেউ আবার আমার বুকে সাদা বোকে রাখলো।
শিয়ালরূপী আত্মীয় সজন বৌকে ভাগ্যবতী বলল।
কেউ তখনো আমার রাখা ক্যাশ টাকা সব পেল।
ওফ কি আনন্দ ওদের,আপদ গেল।
শুধু মিশনের সহকর্মীদের চোখ যেন ভিজল।