সকাল থেকে কাঠ ঠোকরাটা ঠোকরাচ্ছে।
মনে হয় সংসার পাতার তাগিদে।

দূরে ঐ কাঠটগরের গাছটার সরু ডালে বুলবুলিগুলো দুলছে।
একদা রাসভারী এখন বৃদ্ধ অন্তিম শয্যায় ধুঁকছে।

জানালা খুলে বসে দেখছি যখন সব।
মন ভাবছে আস্তে আস্তে আমরাও এগোচ্ছি সব।