মা শব্দটা কেমন যেন এক মায়া।
আমার কাছে ছোট্ট বেলার আব্দার করা।
সেই রামনবমিতে যখন বসতো বারোদোলের মেলা।
বোন আর আমার মাকে নিয়ে সেকি টানামানি খেলা।
হাওয়া মিঠাই আর প্লাস্টিকের ঘড়ি, মেলা থেকে টানতো চুম্বকের মত।
সে কি পীড়াপীড়ি মা কে মেলাতলায় নিয়ে যাওয়ার হুযুক যত।
পরীক্ষার আগে একই অঙ্ক যখন মা করাত বার বার।
রাগের চোটে একবার স্লেট ভেঙেছি এখন ভাবলে লজ্জার।
বাংলা কবিতা মুখস্ত না দেওয়া পর্যন্ত মা বাড়ত না ভাত।
মনে মনে খুব রাগ হত,ভাবতাম আর পাতবো না পাত।
যে দিন অক্সিজেনের পাইপটা নিলেম খুলে মার মুখ থেকে।
কেন জানিনা বার বার ফিরে আসে মার সব কথা সব দিক হতে।