ইয়েমেনের "মোকা"যাবে আন্দামানে, ধরে না মোদের আনন্দ।
হুরকো খাবে যখন দেখবে গরম ভীষন জ্বলন্ত।
আবহওয়া দফতরের উত্তর একটাই, এবার "এল নিনো"।
দক্ষিণ আফ্রিকার শহরের মত বিদায় নেবে জলের বাড়ন্ত।
মজার ছলে কেউ বলছে এটার নাম নাকি মোচা।
মোক্কা নামক ইয়েমেনের বন্দর থেকেই এর নাম মোকা।
বরুণ হোক বা আল্লহ বা যেশাস ক্রাইষ্ট্ মোকা থেকে উদ্ধার কর হে মোর শক্তিশালী।
বারিধারা হোক যেটুকু ধরাধামের দরকারি।
আমরা যে সব দাস আজি বৈদ্যুতিক যন্ত্রের তরে।
মোকা যেনো না ছিড়ে ঐ বৈদ্যুতিক তার আর খুঁটিরে।
মেঘ দাও পানি দাও পবন দিও সাথে।
ঝড় ঝাপটা সামলে নিও গাছ লাগাও হাতে।
একটি গাছ একটি প্রাণ বইতে পড়েছ অনেক বইতে।
একটি গাছ হাজার পৃথিবী যানবে বৃদ্ধ হলে।