তোমার মনের নদীতে,অনেক আছে ঢেউ।
আমার চোখের এক ফোঁটা জল দেখার নেই কেউ।
বড় ঢেউ এর উথালপাথালে,হারিয়ে যাচ্ছে এক ফোঁটা জল।
বড় বড় সব জাহাজ গুলোর ,ঢেউ তোলা এক ছল।
বৃষ্টির একটি ছোট্ট ফোঁটা ঢেউ তোলে না এক বিন্দু।
তেমনি আমার অশ্রু বিন্দু দাগ কাটে না মোটেই কিন্তু।
সবার দৃষ্টি বড়োর দিকে,সূক্ষ্ম জিনিস অবহেলিত।
মহা বিশ্বের এই তাবর শক্তি, সূক্ষ্ম কণায় অন্তর্নিহিত।
সুবোধ কুমার ভট্টাচার্য্য
মঙ্গলবার, বেলা 1.35