জানি সব সময় মারে চাবুক।
তাও হাত জোড় করে ভাবি মারুক।
ঐ একটি কথাই দেয়, মনে বল।
"চক্রবৎ পরিবর্তন্তে সুখানিদুঃখানি চ"
যদি পাল্টায় আসে দিন কি বলিস বল।
অপমানে ক্রোধে কাঁপি থরথর রোজ।
তাও শক্ত করে হাতদুটি রাখি জোড়।
এ আমার এক নিবেদন সাধনা।
দেখি কত দিনে হয় সিদ্ধির পাওনা।