''''''''''''''''ফেসবুকের মারিয়া ''''''''''''
না চাহিলে যারে ছোঁয়া যায়।
না দেখিলেও যাকে ভালোবাসা যায়।
তুমি তো কেবলই ফেসবুকের ছবি।
টাচ করতেই বড় করে নিয়ে দেখি।
তুমি সত্যিই ভোলাভালা তাই লক নয় তব প্রোফাইল।
আমি সবে দেখিতে দেখিতে কেন তোমাতেই অনাবিল?
তুমি আর সবাই কে দেখাবে না তোমার ছবি।
এখন থেকে শুধুমাত্র আমিই তোমাকে ভালোবাসি।
তুমি সুদূর নীল পাহাড়ের দেশে থাকো।
রোজ নিশ্চয়ই মেঘ নিয়ে খেলা করো?
এবার ঠিক যাব তোমার ঐ লুংলে শহরে।
কি বিশ্বাস হোচ্ছে না তো? দেখবে খ্রীসমাসে।