এখন বারোটা সূর্য, মধ্য গগনে।
সাদা টগর গুলো রক্তকরবীর সঙ্গে।
বন্ধুত্বের বন্ধনে, চাইছে জুড়তে।
পাশে সুউচ্চ সুপারি গাছ, উঁচু থেকে দেখছে।
পাশের বাড়িতে ওরা লাগিয়েছ মানিপ্লান্ট, আশায়।
রাবণ রাজত্যে সমস্ত ঐশর্য্য, ঐ স্বর্ণলঙ্কায়।
চাতকটা ডেকে উড়ে চলে গেল।
বৌদির বৃষ্টির দরকার, ভেজার সময় যে এল।
কষ্ট লাগে ঐ মাঠের সবুজ ঘাসেদের দেখে।
কড়া রোদে ঝিমোচ্ছে,তাও সব্বাই মাড়িয়ে যাচ্ছে।
কেহ দেয় না জল। শুধু দাবায় ও মাড়ায় পা দিয়ে।
ঐ ওদের মত দিন রাত নিষ্পেশিত হচ্ছে রাজদণ্ড দিয়ে।
না বুঝে উৎসবে মাতে।ভাবে এটাই জীবন।
বোঝে না। শীক্ষাহীনতাই রাজার মূলধন।