আমি বাঙালির লুচি।
আমি ডোবা তেলে ভাজি।
আমি ডাইবিটিসের সহায়ক।
আমি গ্যাসের ব্যাপারেও মহৎ।
তোবু লোকে করে মোরে পছন্দ।
আমি যে বাঙ্গালী মনের আনন্দ।
এসো কর মোরে বর্জন।
কম তেলে পরটা করতে পার গ্রহন।
তবে মাসে তিন দিনের অধিক কখন নহে।
অল্প ভাত বেশি করে সেদ্ধ সবজি ভুলিবে নহে।