ভালোবাসো নিজেকে আরও বেশি করে।
যত্ন করো রোজ,এতে ভগবান আছে।

তাকে খুশি কর, তবে সৎ ভাবে।
তাকে লালন পালন কর, মন প্রাণে।

প্রকৃতি তাকে করেছে সৃষ্টি।
তুমিরূপী প্রকৃতি,করে তার কৃষ্টি।

নিজেরে করিতে পারো যদি আনন্দিত।
সারা বিশ্বেরে তুমি করিতে পারো পুলকিত।