যখন কেউ ভীড়ে হারিয়ে যায়।
কোন অসাধারণ ছাড়া চিরতরে যায়।
ওরা ঘরে ঘরে জন্মায় শেষে ভীড়ে দ্রবীভূত হয়।
ওরা কোন কাজই অন্য ভাবে করতে ভয় পায়।
রোজ শত সহস্র ব্যক্তিত্ত এইভাবে গুলে যায়।
কোটিবার ছাঁকলেও আর স্ফটিক আকৃতি না পায়।
তাই ঐ ধাবমান তরল ধারায় সবই মিলেগুলে যায়।
মাঝে মধ্যে দু একটি স্ফটিক রয়ে যায়।
কারণ ওরা সবাই একই কাজ অন্যভাবে করে।
ভিন্ন কাজ তারা এ জীবনে কখনো না করে।
স্ফটিক হতে হলে সেম কাজ কর ডিফারেন্টলী।
গড্রালিকা প্রবাহে ধাবিত হলে গুলে যাবে চকচক করবে কী?
সবাই জানে নোনা জল/পানির নেই কদর।
স্ফটিকাকৃতি লবল বা চিনির কি ভীষণ দর।