রাতের প্যারিস দেখার তরে সবাই যেন পাগল।
আমি তো বলব কোলকাতা মোদের অনেক আপন।
লিফ্টে করে আইফেলের লেভেল টুতে যাওয়া।
উজবুকেদের 5টাকার চা পাঁচশত টাকায় কেনা।
বাথরুমের পানি/জল খেতে হবে যদি তেষ্টা মেটাতে চাও।
আদার ওয়াইজ 250টাকায় এক লিটার পানি খাও।
মেয়েরা সব এখনে পা ঢাকে না এটাই প্যারিস স্টাইল খুব।
খেঁদি পেঁচি সব চলেছে লেংটি পরার ধুম।
আবার বলি তাজমহল বা ভিক্টোরিয়া মোদের অনেক সুন্দর।
এসে তুলনা করেই বোঝা যাবে ভারতের কাছে এরা সবই অসুন্দর।
রওনা এবার ব্রুসেল্স(বেলজিয়াম) এর পথে দেখব নাকি মিনি ইউরোপ।
আমাদের ইকো পার্কেই অনেক দেখা এসব সিমুলেটেড ছোট্ট ইউরোপ।