ললিতা এখনো বাসন মাজে।
সেই নয় বছর তখন স্বামী তাড়িয়েছে।
ছেলে দুটোর একটা বড় চাকুরে।
অন্যটা ট্রেনে ঝালমুড়ি বেচে।
আয় বড়জোর মাসে তিন হাজার।
ললিতারও ঐ মেরেকেটে চার হাজার।
নিয়মমাফিক চাকুরিরতর কোন দায় নেই।
সেই বোকা অশিক্ষিত ছেলেই ভরসা তাই।
তালে শিক্ষা কি দেয়? অবহেলা আর স্বার্থপরতা?
নাকি আমাদের প্রকৃত শিক্ষা দেওেয়ার অপারগতা?
আর কবে হবে জনজাগরণ?
অপেক্ষা বোধহয় আমরন?